চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকা মূল্যের ৩৬টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, বেলা ১১টায় ফ্লাই দুবাইয়ের একটি বিমান শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদে জানা যায়, দুবাই থেকে আসা এ বিমানে করে কিছু স্বর্ণের বার অবৈধভাবে আনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইটে অভিযান পরিচালনা করা হয়। ওই ফ্লাইট অবতরণের পর বাংলাদেশ বিমানের পরিচ্ছন্নতাকর্মী ইলিয়াছসহ অন্যরা ফ্লাইটটি পরিষ্কার-পরিচ্ছন্ন করছিলেন।
এ সময় সন্দেহ হওয়ায় পরিচ্ছন্নতা কর্মী ইলিয়াছের দেহ তল্লাশি করে তার পরনে জুতার ভেতর থেকে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ২২৫ গ্রাম। বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাই দুবাই উড়োজাহাজ পরিষ্কার করার কাজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতা নিয়ে থাকে বলে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-আলম জানিয়েছেন।
এ ঘটনায় আটক ইলিয়াছকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
(10) বার এই নিউজটি পড়া হয়েছে
মন্তব্য করুন