অনেকদিন ধরে ক্যাম্পে রয়েছেন নারী ফুটবলাররা। এবার বেতনের আওতায় আনা হল তাদের। এ মাস থেকে তারা বেতন পাচ্ছেন। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) প্যারেন্টস ডে’তে নারী ফুটবলারদের মা-বাবার সামনে এ কথা বলেন সভাপতি কাজী সালাউদ্দিন। অভিভাবকদের সামনে স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের মেয়েদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি আমরা। মেয়েদের ক্যাম্প সম্পূর্ণ নিরাপদ।’মেয়েদের প্রশংসা করে সালাউদ্দিন বলেন, ‘যা কিছু সাফল্য, এর সব মেয়েদের এবং কোচিং স্টাফদের। আমরা শুধু সাহায্য করতে পারি।’ মেয়েদের ভাতা দেয়া সম্পর্কে তিনি বলেন, ‘তিন ক্যাটাগরিতে মেয়েরা ভাতা পাবে। কেউ একটু কম, কেউ একটু বেশি। ফুটবলবিশ্বে এটাই হয়।’ গুঞ্জন ছিল চুক্তির আওতায় থাকা মেয়েরা পাঁচ বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না। এটা গুজব। বাফুফে তাদের পরিবারকে বলবে এখনই মেয়েদের বিয়ে না দিতে। বিয়ের পরেও যদি মেয়েরা ভালো পারফরম্যান্স করে, তাহলে তারা থাকবে। পারফরম্যান্স না করতে পারলে থাকবে না।
ডিফেন্ডার আঁখি খাতুনের বাবা মো. আক্তার হোসেন বলেন, ‘মেয়ে এখন ফেডারেশনের অধীনে। ফেডারেশন মেয়েদের ভালোর জন্য যে নির্দেশনা দেবে, আমরা মানব। আমাদের কোনো সমস্যা নেই।’ মেয়েদের সঙ্গে বাফুফের আপাতত এক বছরের চুক্তি হয়েছে। ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাফুফে প্রতি মাসে তাদের বেতন দেবে। কোন খেলোয়াড় কত টাকা পাবেন, সেটা অবশ্য দিনকয়েক পর আনুষ্ঠানিকভাবে জানাবে বাফুফে। এর আগে সকালে বাফুফে কর্তারা রাজধানীর বেরাইদে ফোর্টিজ গ্রাউন্ডে ফুটবল একাডেমি পরিদর্শনে যান। ফেব্রুয়ারি থেকে একাডেমির কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাফুফে সভাপতি।
(10) বার এই নিউজটি পড়া হয়েছে
মন্তব্য করুন